লম্বা সাঁকোটা পাড়ি দিয়ে
আমি পৌঁছুতাম স্বপ্নীল দ্বীপটাতে
বেলায় অবেলায় -আমার ক্লান্তি ছিলো না কোনো
খুব টানতো আমাকে সেই সবুজ দ্বীপ
অবুঝ প্রেমের নিঝুম দ্বীপ।


সেখানে ফুলেল সম্ভাষণ ছিলো
ছিলো প্রজাপতির রঙিন মেলা
আকাশটা একলা ছিলো না--বড় গাছগুলো
যেন ঝুকে ঝুকে দেখতো আমাকে ওপরে তাকালেই ।
মন ভালো করা সেই দ্বীপে আমি আত্মহারা হয়ে যেতাম
আমার সব জানা গানগুলো আমি গেয়ে ফেলেছিলাম সেখানে।
তারপরও একঘেয়েমির ঘুণ পোকা বোধহয় নিঃশব্দে কেটে চলেছিলো
সুন্দর সময়ের আঁচল , আমি বুঝতে পারিনি তা।


তারপর--
একদিন আচমকা এক ঝড় এলো --ভেঙ্গে গেলো সাঁকোটা।
আমার অভিমান নাকি অহমিকা আমাকে আর
গড়তেই দিলো না নতুন করে সাঁকোটা --
ব্যস্ততায় ব্যস্ততায় মেরামত করার কেরামতিও ভুলে গেলাম আমি।
শুধু স্বপ্নে, আনমনে সেই সাঁকোটা আমি বুনতাম  নিপুন করে
প্রচ্ছন্ন সুখে আচ্ছন্ন হতাম আমি সেই কল্পনার কারিগরিতে।


শুনেছি অন্য ধার দিয়ে
নতুন এক সাঁকো নাকি গড়ে উঠছে দ্বীপটায়---
এখন ভাঙ্গা সাঁকোটার কথা ভাবলে খুব মন খারাপ হয়ে যায় আমার
আমি পারতপক্ষে আর যাই না সেদিকটায় ।