Hallucination


Hallucination grasps me
Darkness envelops despaired life
They attacked
Rather say they attracted me
With a fearful sharpened knife.


Tearless crying tore me apart
Fear so deemed by sorrow
Not experienced though, feel like
Living in a grave—
Restlessly looking to and fro
In search of sanity to borrow.


Awakened—
The present world seemed awful
than my mind-messing hallucination.
Now, looking for a isolated corner to
be drowned in trance again,
As I failed to find any explanation.


হ্যালুসিনেশান


দৃষ্টি-বিভ্রম ঘিরেছে আমায়
আঁধার ঘনায় জীবনে
দুঃস্বপ্ন করেছে তাড়া নাকি
আকর্ষিত হয়েছি আমিই
হাতে তার  ধারাল ভয়াল ছুরি।
বর্ষণহীন ক্রন্দণে আমার ছিন্ন ভিন্ন অন্তর
ভয়কে অতিক্রম করেছে শোক স্বপ্নেই;
যদিও নেই অভিজ্ঞতা তবু যেন মনে হয়
আছি শুয়ে কবরেই---
অস্থির মন খুঁজছে দিগ্বিদিক
একটু শুদ্ধ শান্তি যদি ধার করেও যায় পাওয়া।
অগত্যা জাগরণে--
দেখি বর্তমানের পৃথ্বী দৃষ্টি-বিভ্রমের দুঃস্বপ্নের চেয়েও
ভয়ংকর--
আবার খুঁজি তাই ঘোরগ্রস্থ হওয়ার বাসনায়
জনহীন নীরব কোনো কিনারা--
আমি ব্যর্থ ব্যাখ্যা খুঁজে খুঁজে
রাজকীয় এই অরাজকতার।