যদি ধরে নেই
তুমি আর নেই
তবে বেঁচে যাই আমি।
লোকে ছলে বলে
বলে চলা চলে
তুমি নাকি আজ দামী।


পথ চেয়ে চেয়ে
আঁখি জলে নেয়ে
আর কতো যায় থাকা।
প্রতিদিন মরে
মনে মনে লড়ে
সাড়াহীন শুধু ডাকা।


আমি আর ঘর
সব করে পর
যদি যেতে চাও সরে
বলে গেলে তাও
যতো দূরে যাও
আমি রাখবোনা ধরে।


নাকি আসলেই
তুমি আর নেই
অপঘাতে গেছো চলে
কারো জানা নেই
কে যে লোক এই
বেওয়ারিশ তুমি হলে।


কতো দিন গেলো
সব এলোমেলো
বেঁচে থাকা একে বলে ?
কোন খোঁজ নেই
আশাহীন এই
জীবন কিভাবে চলে ?


ক্ষোভ নাকি শোক
টানে মনোযোগ
বুঝি নাতো আমি তাও
কেড়ে নিয়ে শান্তি
কেনো এই শাস্তি
একবার বলে যাও।


তাই ধরে নেই
তুমি আর নেই
মরে বেঁচে যাই আমি.........