আচরণ বড় শক্তিশালী ভাষা
চিনিয়ে দেয় সে বুজুর্গ আর বুজরুকের পার্থক্য ;
আচরণ আবার দুর্বোধ্য যন্ত্রণাও
বিভ্রান্তির দস্তানা পড়ে সে আঁচড় কাটে মনের গভীরে।


                     ২
মনকে আমি নদী বলি,
এক ধ্যানে সমূদ্রের মতো বিশালতার পানে ছুটে চলা --
অন্যের কথা কি আচরণের বাঁধ তার গতিপথে তুচ্ছ,
অবমাননার ডুবোচর ছাপিয়ে সে হয় স্রোতস্বিনী ।


                    ৩
বরফের ভেতর আমি আগুন দেখেছি
আগুনের ভেতর বরফও ,
কোনো মানুষকে অবমূল্যায়ন করা যায় না
প্রদত্ত সম্মানেই আসে প্রত্যাশিত সম্মান ।
               ---------------