সেদিন তোমার জন্যে কেঁদেছিলাম
ভেজা মনের আকাশে উঠেছিলো স্মৃতির রঙধনু
কতো সে রঙ্গিন স্মৃতির সম্ভার--
স্মরণের স্বর্নালী রোদে ছড়ানো বর্ণচ্ছটা
ক্ষণস্থায়ী সৌভাগ্যের সৌন্দর্য বড় তীব্র হয়ে বেঁধে বুকে ।


বিষণ্ণতার সন্ধ্যা সন্ধিক্ষণ ঘনিয়ে এসেছে
আমি তোমার হেঁটে চলা সময়-প্রান্তর থেকে
আসতে পারি না ফিরে এই সময়ের শূন্য পর্ণ-কুটিরে।


তুমি হারিয়ে যাবার অনেক ,অনেক দিন পর
আমি তোমার জন্যে কেঁদেছিলাম ---
মনের শোকার্ত কালো আকাশে স্বপ্নের তারাগুলো
ঢেকে ছিলো বেদনার জমাট মেঘে
জানি শতাব্দীর বর্ষণেও ফিকে হবে না সে মেঘপুঞ্জ
আমার স্বপ্নেরা রইবে অদৃশ্য নক্ষত্র হয়েই ।