গাছগাছালির বনটা নিথর হয়ে আছে শোকে
মুমুর্ষ গাছগুলো অপরাধীর মতো দাঁড়িয়ে
রক্ষা করতে পারেনি তারা আশ্রিতদের --
সেদিন-
ওদের খড়কুটোর বাসাগুলো
খড়কুটোর মতোই উড়ে গেলো
বাচ্চারা বড় অসহায় হয়ে তাকিয়ে
যে মা-বাবার দিকে , তারা পড়ে আছে ডানা ভেঙ্গে --
এমন কঠিন পাথর শিলা-বৃষ্টির আঘাত থেকে কি করে বাঁচবে ওরা --
পারেনি পক্ষীকুল নিজেদের রক্ষা করতে ঝড়ের রুদ্ররোষ থেকে ।
থেমে গেছে গান
আর কোনদিন গাইবে না ওরা --
চঞ্চল পাখার উড়নে আর মাতাবে না ওরা আশপাশ
হারিয়ে গেলো পৃথিবী থেকে অনেক রঙ ,অনেক সুর ।
প্রচণ্ড ঝড়ের তান্ডব শেষে --
মানুষেরা যখন জড়ো করলো সব মৃতদেহ
পাষাণের বুকেও জমলো জল --
এতো মৃত পাখী দেখেনি কেউ আগে ,
বড় কষ্ট --
হৃদয় বিদারক এই দৃশ্য যায় না করা সহ্য ,
বড়  করুণ এ চিত্র--
কবিরা হারায় শব্দ ,
মানুষেরা ভুলে যায় ভাষা ।


গান শোনানো ছোট্ট বন্ধুরা ,
নিথর ,নিষ্প্রাণ হয়ে যাওয়া  প্রান -মাতানো শিল্পীরা ,
তোমাদের হারিয়ে --
কাঁদছি আমরা
তোমাদের ডানা ভাঙ্গা মৃতদেহগুলো মন ভেঙ্গে দিয়েছে আমাদের ।  


[ সাম্প্রতিক বাংলাদেশে হয়ে যাওয়া ভীষণ শিলাবৃষ্টি , ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক গাছ উপড়ে যায় , লন্ডভন্ড এক  স্থানে একসাথে হাজার খানেক পাখীর মৃতদেহ দেখে হত-বিহ্বল হয়ে পড়ে মানুষ। ]