আমার গোলাকার বুদ্ধি গড়িয়ে যেতো
এখানে সেখানে --
লেপ্টে যেতো তাঁর সাথে কতো যে এই সেই ধারণারা।


কেটে ছেঁটে যখন তাঁকে চারকোণা করা হলো
থিতু হলো সে মনের জমিনে ,
চারকোণা বুদ্ধি চারপাশ থেকে  
রসদ নিচ্ছে টেনে --ছড়াচ্ছে বিকিরণ চারিদিকে আবার।


ভাবছি --
আরেক দফা ছাঁটাই করে এঁকে তিনকোণাই বানানো যাক না ,
ধারালো শীর্ষ নিয়ে ভোতা ভাবটা অন্তত দূর করা যাবে ।
চোখা বুদ্ধির খোঁচায় আয়েশী মেদবহুল জীবনটা
যদি একটু তৎপর হয়ে এতে --ছুটতে সাবলীল গতিতে
মহাকালের ম্যারাথনে ।