আগন্তুক খুব সন্তর্পনে ঢুকেছে
প্রতিরোধের রক্ষাব্যুহ ভেদ করে
আততায়ী আগন্তুক জানে তাঁর লক্ষ্য
দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে সে সেদিকেই--
বড় আত্মবিশ্বাসী সে
ব্যর্থতা শব্দটাকে ঘৃণাই করে সে
তাই অব্যার্থ লক্ষ্যভেদে অবিচঞ্চল সে।


আগন্তুকের অপ্রত্যাশিত আবির্ভাবে
প্রথমে আমি চমকেই উঠেছিলাম --যখন
তাঁর উপস্থিতি উন্মোচিত হলো আমার কাছে ।
দীর্ঘ অভ্যাসের প্রতিরক্ষা প্রহরীরা আমার তৎপর হয়ে উঠলো
অনিবার্য সংঘর্ষের ফলাফল
অবশেষে  আমার অনুকূলেই এলো --


বোধের আলোয় আলোকিত আমার অবকাঠামোর ছায়ায়
পড়েছিলো আততায়ী আগন্তুক ‘আত্মগরিমা’র লাশ।