নির্ঘুম রাতের চাদরে আঁকতে বসেছি
শব্দের আলপনা-
বাতাসের আলাপনে আড়ি পেতে পেয়েছি
ভাবনার ভাবালুতা ।


আলোকবর্ষ দূরের নক্ষত্রের আলো, গা ছুঁয়ে বলেছে
‘আমরাও আছি জেগে তোমার সাথে ’।


নিস্তব্ধ পৃথিবী নৈঃশব্দের গানে আমার প্রাণে
এনেছে আজ উৎসবের আবহ --
বোবা বৃক্ষের প্রগলভতা যেনো আমাকে ঘিরেই,
মোহনায় গিয়ে স্রোত পিছন ফিরে চায়
বলা হয়েছে তো তাঁর সব কথা কলকলে কলরবে ?
বিচ্ছিন্ন পালকেরা ভাসে উদ্ভিন্ন জোছনা গায়ে মেখে
দিয়েছে বার্তা আমাকে নিভৃতে কূজনরতরাও।
ঘাসের শরীর বেয়ে মাটির গন্ধ আসে
স্পর্শ করে আমাকে অনাদিকাল ----
ফুলের হাসিতে বিমোহিত মনে ভালোলাগার আতর
খুশবু ছড়িয়ে দেয়,
শোকের কুয়াশা পেরিয়ে এলে--
বেদনার শিশির ভিজিয়ে দেয় আমাকে,
স্মৃতির ধোঁয়া উঠছে স্বস্তি আর অস্বস্তির কণা নিয়ে ।


আজ অনুভবেরা উদাসীনতা ভুলবে
আজ অনুভূতিরা অনুচ্চারিত রইবে না আর --
আজ এই আলো উদ্ভাসিত, প্রাণ উৎসারিত কবিতা প্রহরে
কবিতা জন্ম নেবে ।