এ জমিনে অযোগ্য কর্তৃত্বের কর্ষণে কর্ষণে
অত্যাচারিতের নিয়মিত অশ্রু বর্ষণে
ফোটে বারুদ-গন্ধি ফুল ,
শুষ্ক জীবন-ডালে ফলে দুর্গন্ধময় কর্মফল।


অন্ধ দর্শকের জোড়ালো হাত-তালি
বধিরের কানে কনসার্ট হয়ে বাজে,
সঙেরা আবার মানুষ সাজে
বাধ্য বোবা জমির মালিকেরা দেখে
আঁধার দিনে একটি শালিক--
বিপদ...............।
নীতিহীনতার জৌলুসে জ্বালা আলোর ঝিলিক দিকে দিকে
শুদ্ধ আলোর অভাবে রোহিত সালোক-সংশ্লেষ
সততার গাছটি ক্রমশ তাই পড়েছে নুয়ে, প্রাণ প্রায় নিঃশেষ
সংকট............।


খাদের আধিক্যে স্বর্ণ হয়েছে তাম্রবর্ণ
সোনার বাংলা ...............।
তোমার পাললিক প্রতিজ্ঞায় জানি
আসবে উঠে খাঁটি মাটি একদিন
ফুটবে ফুল সুন্দর সৌরভের ।