প্রাচীন বন্ধুত্ব আজ পরাজিত নবীন দ্বন্ধের কাছে
অবিশ্বাসের বিস্ফোরণে দগ্ধ জনপদে মানবতার ওঠে ক্রন্দন,
যুদ্ধ আজকাল আর দেশে দেশে তেমন হয়না
দেশের ভেতরেই দল-মতের পার্থক্যে দলিত হয় শান্তি ।
দমনের মুগুর হাতে তাড়া করছে কেউ
পিছলে সরে পিঠ বাঁচিয়ে পাল্টা আঘাত করছে আক্রান্ত।
এই ভূ-গোলকে খন্ড খন্ড হয়ে যাচ্ছে বহু অখন্ড সীমানা
আদর্শের সাথে আদর্শের সংঘাতে জন্মেছে বর্বরতা
তারই নির্দয় দংশনে দিশেহারা আজ অনিরাপদ জনতা।
সাধারণের সাজানো স্বপ্নের আবাস--
শেলের ,মর্টারের আঘাতে আঘাতে বিধ্বস্ত  এক ধ্বংসস্তুপ
মৃত নগরীর দীর্ঘশ্বাসে কাঁপে বারুদ-গন্ধি বাতাস।
আশ্রয় শিবিরে শিবিরে সর্বহারা মানুষ --বেঁচে থাকার কষ্ট বুঝেই চলে--
সীমানার অস্থায়ী শরণার্থী ক্যাম্পের ইমার্জেন্সী লাইটে
নিজের পাঠ্য বইয়ের মানচিত্রে আঙ্গুল বুলোয় একটি কিশোর
‘এই তো আছে আমার দেশ, আন্তর্জাতিক সীমারেখায় ঘেরা,
আমরা কেনো নেই আমাদের সেই শহরে ?’
কল্পনায় ছিন্নভিন্ন এক ম্যাপ দেখে কিশোর
দুঃস্বপ্নের এক ভবিষ্যৎ তাকিয়ে আছে তার দিকে --
দেশে দেশে আজ অহেতুক বিদ্বেষে
এভাবেই স্বপ্নেরা মরে যায় অকালে।