পরিযায়ী সুখ-শক্তি উড়ে গেছে উষ্ণতার সন্ধানে
বার্ধক্যের হিমাঞ্চলে স্মৃতির তুষারপাতের হয়েছে শুরু,
শেষ সম্বল পুরোনো বন্ধুত্বের কম্বল গায়ে মুড়ে
লোকটি অভিজ্ঞতার আলো জ্বেলে বসে ছিলো
জীবনের শেষ স্টেশানের ওয়েটিং রুমে ।


এ অভিযাত্রী অনেকটা পথ ঘুরে এসেছে এইখানে
পেছনে ফেলে আসা জীবন প্রান্তরে ফলানো তার ফুল -ফসলের
গন্ধ আজো লেগে আছে তার জীর্ণ পোশাকের ভাঁজে ভাঁজে,
পরিতৃপ্তি আর অপূর্ণতার দুই ঝোলা দুই কাঁধ থেকে নামিয়ে
নির্ভার হলো সে , ভাবলেশহীনও বটে।
মৃত্যু ভীতি  আর অসমাপ্ত কাজের আক্ষেপের টানাপোড়নে
ঘোর লাগা দৃষ্টিতে এক শূণ্যতা তার ।


সুদূরে ফেলে আসা বসন্ত বাগানের ফুল-শোভা
মনের আয়নায় এসেছে তার বার কয়েক
জীবন বড় সুন্দর--
অথর্ব বার্ধক্যেরও এক অদ্ভূত রূপ আছে --
স্লো মোশনের ফ্ল্যাশব্যাকে অপরূপ চলচিত্র চলে মনের ছবিঘরে
কাঁপা কাঁপা হাতের স্বাক্ষরে বিদগ্ধ বার্ধক্য নিজের অস্তিত্ব এঁকে যায়
জীবন পাঠকের জন্যে থাকে উপহার, এক অপূর্ব ভ্রমন-কাহিনী--


কাঁপছে ওয়েটিং রুম
মৃত্যু-ট্রেন আসছে এগিয়ে জীবনের শেষ স্টেশানে।