বেশ বিব্রতকর এক পরিস্থিতিতে পড়ে গেছি আমি । দীর্ঘদিনের সাথী ল্যাপটপে বেশুমার ভাইরাসের আক্রমনে আমি দিশেহারা । এতো আশা নিয়ে আসরে আসি , অনেকের কবিতা পড়ব ,মন্তব্য করব ...হয় না কিছুই করা কোন মতে কেবল নিজের লেখাটা  গুঁজে দিয়ে বসে থাকা , এমনকি মন্তব্যের উত্তর দেয়াটাও বড্ড কঠিন  শম্বুক গতির এই পিসিতে । মুমূর্ষ এই প্রিয় যন্ত্রটিকে ফেলে যেতেও মন মানে না ,শেষ শুশ্রুষা করে দেখতে চাই , একটা প্রবল জিদও কাজ করে এই পরাজিত প্রহরে। সারাটা সময় চলছে আমাকে হাতপা বেঁধে রেখে ভাইরাস আর এন্টিভাইরাসের টম এন্ড জেরী খেলা ......কাহাতক সহ্য হয় !
প্রিয় কবিরা অসাধারণ মন্তব্য করে যাচ্ছেন পাতায় ,আমি বাধ্য নির্বাক ............খুব বিব্রতকর এক অবস্থা ।অনেকের কবিতাও আমি পড়েছি সাধ্য হয়নি মন্তব্য করার ।। এই লেখাটি পোস্ট করতে প্রায় মিনিট চল্লিশ লেগে গেলো--এই পরিসরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরম প্রিয় সৃষ্টিশীল কোমল মনা কবি-বন্ধুদের জন্যে আমার শুভকামনা রইল নিরন্তর ।