কোটি কোটি বছরের বুড়ো পৃথিবীটাকে বুড়ো আঙুল দেখিয়ে  
নৃত্যরত স্বল্প আয়ুর মানুষেরা ,
অলক্ষ্যে হাসে এই পৃথ্বী তাদের উল্লম্ফন দেখে
নাকি কাঁদেও একাকী, নিজের আর সবার কথা ভেবে ভেবে ।


হে মানব ,
তোমরা আরাম আয়েশের আয়োজনে
আঘাত করেই চলেছো প্রকৃতিকে বার বার,
তোমাদের বিজ্ঞানই তো জানিয়ে দিয়েছে -‘আঘাতের ফলেই আসে পাল্টা আঘাত’
আছো তো তৈরী তুমি? আছে তো তৈরী তোমাদের রক্ষাব্যুহ ?
ক্ষমতার অপব্যবহার-জনিত ক্ষতি রেহাই দেবে কি তোমাদের প্রজন্মকে?
ভাবোনি আসলে তোমরা তাদের কথা কখনোই
নিজেদের এক প্রস্থ সাফল্যে প্রশস্ত হয়েছে শুধু তোমাদের হাসি ।


কণা বিদীর্ণ করে প্রকৃতির বুকে ফোটাও
আকাশ ছোঁয়া মাশরুম মেঘফুল,
পারবে কি বানাতে একটি স্নিগ্ধ
সৌরভ সমৃদ্ধ কোমল ফুল ?


তোমার রুক্ষ মনের অরক্ষিত দাবানলে
মরু হয়ে যায় তরু সুশোভিত কত প্রান্তর,
তোমার ভোগের ব্যাপ্তিতে প্রকৃতির ভাগ্যে জোটে বিনাশ
তোমার সাময়িক সুখের সন্ধানে সৃজিত জঞ্জালে আর
পরিত্যাক্ত বিষাক্ত বর্জ্যে বন্ধ্যা হয়ে যায় কতো জমিন ,
পানির করেছো মানহানি , তোমার গরিমার গরল হয়েছে তা।


হায় সভ্যতা, তুমি ভবিষ্যৎ ভাবলেনা
নিংড়ে নিলে প্রকৃতি থেকে যতো, বিনষ্ট করলে তার বহুগুণ
অপরিনামদর্শিতার নাম যদি হয় আধুনিকায়ন
চেয়ো না কখনো শুদ্ধ বাতাস, রেখে খোলা বাতায়ন ।