আমার চিন্তার অক্ষাংশ যেখানে
তোমার অনুভবের দ্রাঘিমাংশকে ছুঁয়েছে--
সেখানেই উদ্ভব হয়েছে কবিতাঞ্চলের ।
সেখানে পাঠক তোমার মন পাখী হয়ে উড়ে
আমার ভাবনার রচিত আকাশে --
উপলব্ধির অচেনা উঠোনে দাঁড়িয়ে বিমোহিত তুমি দ্যাখো
সূর্যোদয় থেকে সূর্যাস্ত--
চেনা ছবির সাথে অচেনা ছবির এক অদ্ভূত প্রদর্শনীতে
তুমি বিমুগ্ধ দর্শক হয়ে যাও --
যাও হয়ে অশ্রুত বানী ও সুরের একাগ্র শ্রোতাও
শব্দেরা গান হয়ে যায়
শব্দেরা ছবি হয়ে যায়
গন্ধও হয়ে যায় স্মৃতি জাগানিয়া
হয় শব্দেরা অপার আনন্দের ধারা।


আমার চেতনার দ্রাঘিমাংশ মিললে
তোমার মননের অক্ষাংশের সাথে--
সৃজিত কবিতাঞ্চলের আকাশে স্বপ্নের তারারা ফোটে
অলীক বাতাসে ভাসে সুখের সুগন্ধ--
ঋতু বৈচিত্রের ঘনঘটা সেখানে ,
গ্রীষ্মের দাবদাহ বয়
বর্ষা কাঁদিয়ে যায়
শীতের তীব্রতা মন কাঁপায়
বসন্তও এসে মন দোলায় ।


এসো পাঠক প্রিয়
স্বপ্নীল কবিতাঞ্চলে তোমায় সুস্বাগতম।