চায়নি ধরণী করুণা তোমার,  চায়নি সে প্রতিদান,
সব চাহিদার দিয়েছে জোগার, সয়ে শত অপমান ।
অবমাননার চরম করেছো ,জলবায়ু নাশ করে,
দূষণে দূষণে দূষিত হয়েছো , বিনাশের পথ ধরে।
কৃত্রিমতার অভিশাপ এসে, বরবাদ কী না হলো,
রাসায়নিকের রসাতলে শেষে, সব বিষ হয়ে গেলো।
জলাশয়গুলো তরল গরল, ভয়াল নিত্য দূষণে ,  
মরছে মাছেরা নীরবে সকল, নির্বিকার এ ভূবনে।
বনভূমি অবলীলায় উজাড় হচ্ছে  ধরণী  জুড়ে,
ধুম যে লেগেছে কয়লা তোলার ধরণীর বুক ফুঁড়ে ।
নষ্ট হচ্ছে পৃথিবী সহজে,  বুঝেও বুঝিনা কেউ,
অন্ধ শাসন আনেনা গরজে, ধরার কান্না ঢেউ।  
সিএফসি গ্যাস অতি ব্যবহারে এনেছে বিপদ বড়,
ওজন লেয়ার , শ' ছিন্ন তার, ইউভির সাথে লড়ো ।
বরফ গলছে মেরুতে মেরুতে, সাগরে বাড়ছে  জল,
তৃণভূমি বদলেছে যে মরুতে, মরে গেছে বনতল।  
চায়নি ধরণী কিছুই আমার, চেয়েছিলো শুধু বোধ,
পারিনি রাখতে সম্মান তার, তাই কি এ প্রতিশোধ ?


( মাত্রাবৃত্ত ছন্দ )