কে জানে কেনো , কিভাবে গিয়েছে হারিয়ে বিমান ,জাহাজ কতো
বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘেরাটোপে,
এখনো খুঁজে মরে কতো অভিযাত্রী দক্ষিণ আমেরিকার
প্রান্ত থেকে প্রান্তে --হারানো সোনার শহর ‘এল ডোরাডো’।
আসলেই কি ছিলো অ্যালকেমিস্টদের পরশ পাথর ?
তিব্বতের অগম্য তুষার ঢাকা প্রান্তরে বিশাল পায়ের ছাপ
ফেলে তুষার মানব ‘ইয়েতি’রা কি আজো ঘুরে ?
আলাস্কার পথে যেতে বিচিত্র জনমানবহীন দ্বীপটাতে
কেন উল্টোপাল্টা হয় সব , কম্পাসের কাঁটা ঘোরে বনবন ?
রহস্য উদঘাটনের উল্লাসের চেয়েও বোধহয়
অমীমাংসিত রহস্যের প্রতিই আমাদের আকর্ষণ দুর্বার।
থাকনা কিছু বিষয় চির রহস্যাবৃত হয়েই--
পর্দার ওপাশের অজানাকে অনুমানে কতো কীই না ভাবা যায়
আড়াল অপসৃত হলে সত্যিকার বিষয়টা হয়তো আকাঙ্ক্ষাকে
করবে নিরাশ --অনুমানের আবরণ যে বড় পুরু ছিলো ।


মানুষ ঘর ছেড়ে ছুটছে অমীমাংসিত রহস্যের কিনারা করতে
আমি ঘরে বসেই রহস্যময়তার স্তুপে ডুবে আছি --
মানুষ তার বিচিত্র ধ্যান-ধারণায় , আচরণে কতো না রহস্যের জন্ম দেয়
খুব কাছ থেকে দেখা মানুষের অদ্ভূত গতিবিধিই
আমার অমীমাংসিত রহস্যাবলী হয়ে রয় মনে ।