আজ আকাশে চাঁদ নেই
মেঘের চাদরে সে ঢেকে আছে ,নাকি
অমাবস্যার অন্ধকারে সে ফেরার , জানা নেই তা।


এমন রাতে সুখী মানুষেরা কি আকাশ দ্যাখে?


জীবনের ভাটায় চোখে নোনা-জলের জোয়ার নিয়ে
ঝাপসা দৃষ্টিতে খুঁজছিলাম চাঁদকে , জানি না  কেন .........
ঝিলের মৃদু কম্পমান বুকে প্রতিবিম্ব খুঁজেছি তার
অধোবদনে আনমনে .........নেই সে।


আমার পৃথিবীটা সব ‘নেই’-এর দখলে যাচ্ছে চলে
ভালোবাসা নেই
মন ভালো নেই
তুমি নেই ......।
মায়াবী জোছনায় রূপালী কান্নার সুরমা মাখা চোখে হয়তো
একলা মানুষের পৃথিবীটা দেখতে চাইছিলাম খুঁটিয়ে ----
নাহ , নেই সে......।
আজ আকাশে চাঁদ নেই ।


জানি আসবে আবার সে , আঁধার আকাশে আলো হয়ে ,
আমার আঁধার ভূবনে তুমিও কি ............।