আজ যদি বেঁচে থাকতাম
সততার শুদ্ধ সমীরণে প্রাণ জুড়াত
ন্যায়-অন্যায়ের পাঁচিল ভাঙ্গা এই দুঃস্থ
নাগরিক জীবনের নাগ-নিঃশ্বাসে হতো না দমবন্ধ।


দেখতে হতো না অধঃপতনের শীর্ষারোহণ
নীতিহীনতার হিমে আড়ষ্ট হতো না জীবন ।
অত্যাচারীর উন্নাসিক পায়চারীতে উদ্বিন্ন হতো না জনপদ
উপার্জন উপেক্ষিত হতো না উপরির উল্লাসে
অবৈধ টাকার গরমে মরমে মরতে হতো না বার বার
নির্লজ্জ জন্তুদের তান্ডবে লজ্জাবতীগুল্ম হয়ে যাই।


যদি বাঁচার মতো বাঁচতে পারতাম --
আরো মোহনীয় হতো তবে
ফুলের বর্ণিল ঝিলমিল, শিশুদের খিলখিল,
তার আগমনী চুড়ির রিনঝিন।
দুর্বিত্তায়নের বৃত্তে বন্দি এই মৃতবৎ জীবনে
নিজেকে সুখী ভাবতেই অপরাধবোধ জাগে
হাজার অত্যাচারিত , অসুখী মানুষের ভীড়ে।


যেন মরে বেঁচে আছি এই অসুস্থ পৃথ্বীতে
তাই বলছিলাম --
আহা , যদি আজ বেঁচে থাকতাম.........।