পৃথিবীতে আজ যদি অমরত্ব সবার নেমে আসে
যদি শারীরিক মৃত্যু ছাড়া আর সব
পরিবর্তনশীলতা বজায় থাকে তবে
সবাই কি তাতে রাজী হবে ?
হবে কি আসলে মনে মনে তারা খুশী ?
দূরদর্শী মানুষ পৃথিবী ভারাক্রান্ত হবে বলে
নতুনের আগমনে কি দেবে না প্রবল বাধা ?
মারণাস্ত্রের ব্যবসায়ীরা হতাশাগ্রস্থ তো হবেই
স্বার্থপরতার প্রবল প্রাদুর্ভাবে মানুষ হবে অস্থির ।


ভালোবাসা কি পানসে হয়ে যাবে, হবে দিশাহীন ?
মানুষ কি আরো আগ্রাসী হয়ে উঠবে জীবন পথে
নাকি ম্যারাথন -জীবনে ধীরে চলতে চাইবে ?


চিন্তার রেখাগুলো সমান্তরালে ছুটছেই --
মিলছেনা হিসেব কোন আমার।


নাহ , মরণ আছে বলেই জীবন এতো সুন্দর
অমরত্বের মৃত্যু তাই অনিবার্য ।