--মহামান্য আদালত , আমি আত্মরক্ষার্থেই এই হত্যা করতে বাধ্য হয়েছি .........


--কিন্তু নিহতের হাতে ছিলো নকল এক অস্ত্র , সে আসলে তো নিজেকেই বিপন্ন প্রতিপন্ন করে আত্মরক্ষার অভিপ্রায়ে তা বহন করছিলো , আঘাত করতে নয়, আপনাকে আক্রমণও তো সে করেনি ......।।


---আক্রান্ত হলে তো আমি বিনা-প্রতিরোধে নিহতই হতাম,এই ভেবেই জীবন-রক্ষার্থে আমি তৎপর হই --মারা যায় সে--তার অস্ত্র নকল ছিলো ,তা জানার কথা নয় আমার --বরং প্রচ্ছন্ন জীবন -নাশক হুমকি ছিলো তা সে সময় আমার কাছে ......।


.................................................................................
.................................................................................
ভুল বোঝাবুঝি এমন মারাত্মক পরিনতিও বয়ে আনে
হারাতে পারে এতে যে কেউ জীবন অযথাই নয়তো
আবার অনেকের হারিয়ে যায় অন্যের ওপর থেকে বিশ্বাস ।
এক ভুলের দেয়ালের দু’পাশে ,পরস্পরে ঝাঁপিয়ে পড়তে উন্মুখ দু’টি পক্ষ--
এরা কি নিছক দুর্ভাগ্যের শিকারই ?
আক্রোশের আগ্রাসনে --সূক্ষ্মবিচার কি আত্মবিশ্লেষণ
কোনটাই আর স্থান পায় না তাদের মনে ।
কেবল তৃতীয়-পক্ষের ভূমিকায় ভাঙ্গতে পারে ভ্রম
বিশ্বাস করতে হয় অন্তত তাকে ,তাদেরকে ;
নাহলে , আবার আরেক পর্ব ভুল বোঝাবুঝি
মনকে সংকুচিত করে , বিদ্বেষকে আরো প্রসারিত করা .........