পার্শিয়ান কার্পেটের বুকে জলন্ত সীগার
প্রাচীন পোর্সেলিনের পাত্রের কানা ভাঙ্গা
মর্মর মার্বেলের মেঝেতে আলকাতরার পোচ
আঙ্গুরের খেত ঝেড়ে সাফ করে পপির আবাদ--
হচ্ছেটা কি ?
দিকে দিকে শুধু ধ্বংসের ধ্বনি
শ্রবণে-দর্শনে কেবল বিরাজমান অরাজকতা।
অসহ্য যন্ত্রণায় ঐতিহ্যের মরণ--
ভোগ -নির্ভর ভারসাম্যহীন জীবনের ধাক্কায়
আছড়ে পড়ে খন্ড-বিখন্ড হয় ঐতিহ্যবাহি নির্মাণ
কঠিন হ্রিদয়হীন উঠোনে।
কালোত্তীর্ণ শিল্পও কদর হারায় এই সময়ে
কথ্য ভাষাও যেন গণিকার গদ্য-- অশ্রাব্য
খিস্তির খোয়াড়ে বাধা তরুণ-তরুণীর আলাপন।
এ বড় নস্ট-কাল--
নরকের নটরাজের নস্ট্লীলার মনোজ্ঞ মঞ্চ।


তবুও গোবরে পদ্ম ফুল ফোটে
নিকষ আধারেই জ্বলে উঠে হাজার তারারা
প্রবল তাপ আর চাপেই ভূমির গভীরে গড়ে ওঠে
দ্যুতিময় হীরক-খন্ড।


ফুলের হাসি, তারার ঝিলিক, হীরের দ্যুতি
দেখবো আবার জানি বলেই
জীবনকে আজও ভালোবাসি।