সুখ বড় বিচিত্র এক অনুভব
সকল আরামের মধ্যেই যারা শুধু সুখের সঙ্গ পায়
তারা সুখের সত্তাকে কি পায় আয়ত্বে ?


প্রিয়জনের জন্যে পরিশ্রমে যে কষ্টাশ্রয়ী সুখ থাকে
তাকে যারা বুঝতে পারে তারাই তো সুখকে চেনে।
নিজের পছন্দের প্রাধান্যকে প্রতিষ্ঠা করে কেউ কেউ
প্রচ্ছন্ন সুখে চায় আচ্ছন্ন হতে ;
চারপাশে অসুখী-দুঃখী মানুষ পরিবেষ্টিত সেই অসন্তুষ্ট মানুষটি
কখনোই কি সুখী মানুষের নমুনা হতে পারে ?
ত্যাগ , আত্মত্যাগ , পরিশ্রমের ঘাম, উদ্দ্যেশ্যের শুদ্ধতা,
যে সুখ নির্মাণের উপাদান,
তা অবিনাশী সুখ হয়ে রয় জীবনময়।


ছোটবেলার রূপকথার সুখময় সমাপ্তির স্বপ্ন চোখে আমরা বড় হই
বড় বেলার বাস্তবে চির সুখের মেকি স্রোতে ভাসতে যেয়ে
বার বার শুধু চোরাবালিতেই যেনো আঁটকে যাই।


আসলে, সুখ দেবার ইচ্ছে আর ক্ষমতা যার আছে
তারই আছে প্রকৃত সুখ অনুভবের অন্তর,
আছে , এ জগতে আছে এমন মানুষেরা , তাদের জন্যেই
তাদের মতোই ,কেউ কেউ সুখী হয় ।