করোটির ভেতর এক কারখানায়
হরদম নির্মাণ চলে,
স্বপ্নের নির্যাস ঢেলে তৈরি  হয়
সুগন্ধি সুখ।
চলে বারুদের মতো বৈরিতার বুননে
বিপুল বিধ্বংসী  প্রতিহিংসার নির্মাণও।
দর্শন, শ্রবন,স্পর্শ টেনে আনছে
কাঁচামাল অফুরন্ত,অবিরাম--
চলছে তাই নিরন্তর নির্মাণ।
শরীর যখন নিদ্রায়
বিনিদ্র করোটির কারখানা তখনও
আলাপনে ব্যস্ত স্বপ্নের সাথে--
তথ্য-নির্দেশনা প্রক্রিয়াজাতকরণে।
অবিশ্রান্ত আয়োজনে তার লক্ষ্য শুধুই
তার নিয়ন্ত্রণে থাকা শরীরের প্রশান্তি।
আগ্রাসী জীবানুদের সাথে যুদ্ধে এগিয়ে যেতে হয় তাকেই
বুদ্ধির ব্যাধে ব্যহত করতে হয় বোকামীগুলোকেও,
মানসিক, শারীরিক  আঘাতে হতে হয় প্রশমনকারী।


চলুক ধর্মঘটহীন --স্বাধীন সচল
কর্ম-চঞ্চল করোটির কারখানা।