এক সময় রক্ত মুছে ফেলা হবে
একদিন মুছে যাবে ক্ষতচিহ্নও,
শুধু মনের গভীরে যন্ত্রণাটুকু যাবে রয়ে----


হয়তো সময় ঢেকে ফেলবে ভয়,ক্ষোভ,গ্লানি,
তবুও সুপ্ত যন্ত্রণার কাঁটা খচ খচ করেই যাবে।
প্রতিশোধের পোকাটা মগজে আগুন জ্বালা কামড় দেয়
ক্ষয়িষ্ণু ক্ষমার ক্ষমতা একেবারে হারানোর দিনে--
রক্তপাত হলো আবার, এবার অন্যের
রক্তের লাল আলপনা আঁকা ক্ষতে সাজানো বিজয়।


বিবেকের আলোয় মনুষ্যত্বের চেহারাটা বড় ম্লান,
ক্ষমার লাশের পাশে জিগাংসার উল্লাস,
মানবতা আজ হেরে গেছে।