বিষাদিত অনুকাব্য দুই
-------------------------------

অপরিণামদর্শিতা
..........................


খসখসে খসড়ারাই
চকচকে চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত এখন,
পরীক্ষারা উপেক্ষিত
আপাত উন্নয়ন তাই, অচিরেই অবনত
টেকসইকে সরিয়ে সই, পাশ হচ্ছে ছাইপাশ।


                        ***********

বাধ্য বার্ধক্যে অবাধ্য আশাবাদ
..............................................


বৃদ্ধ হতে চেয়েছিলো বৃক্ষের মতোই
জ্ঞানের ছায়ায় অনেকে জুড়োবে প্রাণ
নবীনে প্রবীণে প্রগাঢ় বন্ধনে
সন্ধান মিলবে শান্তির শত......


অবজ্ঞার দাবানলে দগ্ধ বৃক্ষেরা
অথর্ব বৃদ্ধই পরিগণিত হয়ে রয়,
গ্লানিময় গোধূলিতে আঁধার নামার অপেক্ষা
পৃথ্বী বক্ষে অজ্ঞাত বৃক্ষ হয়ে
অত্যুতসাহী বৃদ্ধ একজন
শেষবারের জন্যে প্রত্যক্ষ করে, অবক্ষয়।


                        **********