মাতাল পথিক আসছে রাস্তার মাঝখান দিয়েই
ভ্রুক্ষেপ নেই তার আশপাশ কি উপর নীচে,
মন্থরগতির শুঁয়োপোকাটিও রাস্তা পাড়ি দিচ্ছে
ওপাশের জংগলে তার কি মঙ্গল আছে কে জানে...


যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে ভয়ংকর পরিণতি
যদি তীব্রগতির কোনো যানবাহন অতর্কিতে আসে এদিকেই
শুঁয়োপোকার তুচ্ছ মৃত্যু, নয়তো মাতালের অকাল প্রয়াণ


রাস্তাটি পরিত্যক্ত বলেই অঘটন কিছু ঘটলো না......
সবচেয়ে বিপদে থাকা প্রাণীটির কাছেই
জীবন আবার ফিরে পাবার সুখ অনুভূত হলো
টলমলে দীর্ঘ ছায়াটি তাকে অতিক্রম করে যাবার পারপরই।


প্রজাপতি হয়ে উড়বার শখটি তার পূণর্বার
দূর্বার আকাঙ্ক্ষায় জাগ্রত হলো......
তার উচ্ছ্বাস স্পন্দিত হলো লঘু বাতাসে......


রঙিন ডানায় ভেসে আসছি আমি
ফুল-রমণী তুমি মখমলি পাপড়ি মেলে
থেকো রোদেলা ভূবনে।