এই রাতগুলো বড় নিষ্ঠুর
জানি, দিবালোকে আসবে লোকলজ্জা
ব্যর্থতার বহ্নি জ্বালাবে যা কিছু ছিলো অর্জন
এই রাত শরমে শীতল।
নির্ঘুম নয়নে নগ্ন নাজুক অস্তিত্ব নাচে
অসহায়ত্বের দাসত্ব দগ্ধ করে প্রাণ।


এই রাতকে বড় দীর্ঘ মনে হয়
অথচ হ্রস হলে তা,আনবে দ্রুত বিপদ।
গ্লানির গুমোটভাব বিরাজিত, পরাজিত এ প্রহরে
মুমূর্ষু মুহূর্তে ভরা মৃত্যুগন্ধী এ রাত....
দিবস অপেক্ষায় দহনের আয়োজনে।
করুণাহীন নির্দয় নিশিত অশ্রুকেও করে বিদ্রুপ
কালো রাতের আঁধারে এসেছে জীবনের কালো অধ্যায়.....
এই রাত বড় নিষ্ঠুর...........