সমূদ্র এসেছিলো
...............................


সমূদ্র এসেছিলো দুয়ারে
আমি দুড়দাড় করে দোর খুলে
তাকাই ফেনিল স্রোতধারার পানে,
গর্জনে গম্ভীরতা রেখেই শুধালো সে,
" কতোদিন হয় এলে না তুমি,
তোমার মুগ্ধ দৃষ্টি, উচ্ছ্বাস মনে পড়ে আমার।"


বিস্মিত আমি নীচুস্বরে বলি,
" আমিতো ভেবেছিলাম আমার উল্লাস
তুমি জোয়ারের জলে ফিরিয়ে দিয়েছো সৈকতে,
ভুলেও ভাবিনি আমার মতো নগণ্যকে মনে রাখবে তুমি।"


আসলে আমিই কি ভুলেছি....
সেই উতলা নোনা বাতাসের মন নাড়িয়ে দেয়া
ঝাউবনের ঝুঁকে ঝুঁকে ফিসফিস আলাপন লুকিয়ে নেয়া।
সময়ের শুরু থেকেই মলয়ের মন্থনে চলেছে সে নিরবধি
কালের কতো কথা মিশে আছে বিস্তৃত জলরাশিতে,
মিশে চলেছে অদ্যাবধি।


জানি......
বিমর্ষ মনটাকে হর্ষে শোধন করতেই স্বপ্নেরা ডেকে এনেছে তাকে।
আমি বিশালতায় অবগাহন করে জাগতিক ক্ষুদ্রতাকে বিসর্জন দিতে হই উদ্যত
স্বপ্নই পারে সাধ্যাতীত সুন্দরকে মনে এনে দিতে।


                                  ★★★