আখনাতেন আখরোট খুঁটছেন যেন আনমনে
নীলনদের নীল জলে বিলীন হয়ে গেলো দু'ফোঁটা অশ্রু তাঁর,
পিরামিডের পাদদেশ থেকে মৃত শ্রমিকদের লাশ সরিয়ে ফেলা হয়েছে
প্যাপিরাসের হায়ারোগ্লিফিক্সে এসব ক্ষয়-ক্ষতি আঁকা হবেনা....
সভ্যতার বিস্ময় নির্মিত হচ্ছে...কি দরকার অস্পৃশ্য শ্রমিকদের করুণ মৃত্যু বর্ণনে
আমুন-রার অমরত্বই শুধু বুঝুক আগামীর পৃথ্বী।


রাজপরিবারের মহা সম্মানিত বিড়ালের শব এসেছে
দামী লিলেনে মোরা মমি হয়ে, সোনার মুখোশ পরানো তাতে
আবলুস আর চন্দনকাঠের কফিনে দামী মাণিক্য খচিত
রানীর নমিত নেত্রের অশ্রু সে মৃত মার্জারের জন্যেই ধরে নিলো সবে।


দিন যায়....
প্রতিকূলতার পর্বত পেরিয়ে আবির্ভূত হলেন বক্র লাঠি হাতে পয়গম্বর মূসা
হাজার বছরের দর্পকে চূর্ণ করার অভিপ্রায়ে
সুউচ্চ সভ্যতার স্বঘোষিত বিধাতার উন্নত শির নীলেনদের অতলে সমাহিত করে
রাজকীয় অনাচারের সমাধি রচে গেলেন তিনি।


আজ...আবার...
নব্য ফেরাউনেরা সদর্পে শাসন করতে চায় বিশ্ব নিষ্পেষিত করে মানবাধিকার
বিদ্বেষের বিষবাষ্পও ছড়ায় এরা স্বার্থ বা সংঘাতলিপ্সায়
আল্লাহ্‌র আজাবকে তাঁরা চিনেও যেন চিনেনা
দুর্বিনীত ওদের গর্বিত গর্দানে গজব নামতে পারে যখন তখন
নিদারুণ নিদর্শনগুলো নির্লিপ্ততায় উপেক্ষা,
একদিন হবেই আক্ষেপ ক্রন্দন।