আমি তো বলিনি-
মৃত্যুর পর আমার কফিনে জাতীয় পতাকায় ঢেকে রাষ্ট্রীয় মর্যাদা দাও!
আমি বলেছি-
জীবিত থাকতে আমার মৌলিক অধিকার টুকু দাও!


আমি তো বলিনি-
কার্ল মার্ক্স কিংবা লেনিনের দোহাই দিয়ে কেন লাল সূর্য উঠার স্বপ্ন দেখাও।
আমি ভেবেছি - সেই স্বপ্ন ভেঙে দিয়ে কি করে তবে সাম্রাজ্যবাদী সাগরে প্রমোদ তরী ভাসাও।


আমি তো বলিনি- দুবেলা দুমুঠো ভাত দাও।
আমি বলেছি- সাম্যের সমাজ দাও।


আমি তো বলিনি- ঈশ্বর কিংবা যীশু 'কে শূলে চড়াও।
আমি বলেছি- নিষ্পাপ মানুষগুলোর মুক্তি দাও।


আমি তো বলিনি- বুদ্ধিজীবী দাঁতাল শুয়োরের মত টকশোতে উন্নয়নের বুলি আওড়াও।
আমি বলেছি- রাষ্ট্রের সম্পদ লুটেরা'দের  হাতে হাতকড়া পড়াও।


আমি তো বলিনি- আমাকে একটি উন্নত সম্পদশালী রাষ্ট্র দাও।
আমি বলেছি- মুক্ত চিন্তার মানবিক একটি সমাজ দাও।


আমি তো বলিনি- আমার ট্যাক্সের টাকায় লাঠি আর রাইফেল কিনে আমারই উপর নির্যাতন চালাও।
আমি বলেছি- ঐ টাকায় একটি গোলাপ কিনে আমায় সুবিচার দাও।


আমি তো বলিনি- অফিসের কাঠের চেয়ার বদলে কেন তুলতুলে সোফা হয়ে যায়!
আমি বলেছি- ঐ একটি সোফার মূল্য কিভাবে কোটি টাকা হয়ে যায়!


আমি তো বলিনি-  শতসহস্র কোটি টাকা ব্যাংকের লোপাট হবার পরও কিভাবে রাষ্ট্রের চোখ এত মায়াবী হয়ে রয়।
আমি ভেবেছি- কৃষকের পাঁচ কিংবা দশ হাজার টাকার ঋণের জন্য কি করে রাষ্ট্রের চোখ এত রক্তবর্ন হয়!


আমি তো বলিনি- অপমানে মুক্তিযোদ্ধা কেন আত্মহত্যায় মরে।
আমি চিৎকার করে বলি-
লাল সবুজের পতাকা ঐ লাশের ভার কিভাবে বহন করে!