এই কবিতার জন্য আমি জেলে যেতে পারি!
এ কবিতা তোমার কাছে খোলা তরবারি।
হঠাৎ বীভৎস নগ্ন চেহারার আড়ালে সাধুর মুখোশ; খসে পড়ে  নর্দমায়!
জেলে যাবার ভয় দেখিয়ে তুমি যখন ভালবাসতে বাধ্য করো;
তখন প্রচণ্ড ঘৃণা হয় তোমায়।


স্নায়ুর সাথে যুদ্ধরত বিদ্রোহী ঘোড়া ছুটে চলে নিপীড়িত ময়দানে।
সেখানে রচিত হয় শান্তি আর প্রেমের কাব্য।
তুমি প্রেম বোঝ না শোষণ বোঝ।
শাসনের বেড়াজালে উচ্চারিত প্রেমের কবিতা গলা টিপে ধরো!
ধমক দিয়ে, ভয় দেখিয়ে
শিখিয়ে দাও কিভাবে কবিতা লিখতে হবে।
তোমার কাছে দ্রোহের কবিতা মানে দণ্ডিত হওয়া!
তোমার কাছে প্রেমের কবিতা মানে লাঞ্ছিত হওয়া!


সৃষ্টিকর্তার একশত চারটি গ্রন্থের কবিতা, ইতিহাস যখন তুমি অস্বীকার করো?
স্রষ্টাই তোমাকে দন্ডিত করে।
অথচ আমার কবিতার, আমিই স্রষ্টা!
সে কবিতা অস্বীকার করলে?
আমি ই দন্ডিত করতে পারি তোমাকে।
উল্টো চোখ রাঙিয়ে তুমিই দন্ডিত করার হুমকি দাও।


অদ্ভুত অন্ধকার সময়ে
এই কবিতার জন্য
হয়তো আমি জেলে যেতে পারি!
তবুও কি মাথাটা ফেলে যেতে পারি।