এই শহরে আমার কেউ ছিলো না; কেউ না!
এই শহরে যেদিন প্রথম এসেছিলাম সেদিন পূর্ব-পশ্চিম কোন দিক সেটাও চিনতাম না।
ইন্দিরা রোডের যে পাড়ায় থাকতাম সেই বাসার গলিটাও মাঝে মাঝে ভুলে যেতাম।
তারপর ধীরে ধীরে সব রাস্তাঘাট, পাড়ার অলিগলি চিনে ফেললাম।
এরপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শহরের অচেনা মানুষগুলো চেনা হয়ে গেলো।
কিভাবে যেনো শহরটাও একসময় আপন হয়ে গেলো। এই শহরে একদিন ভালবাসা পেলাম, স্নেহ মায়া মমতা সব পেলাম।
ছুটতে ছুটতে কখন যেনো, এই শহরের একজন হয়ে গেলাম!
আমার কাছে শহরটা এত চেনা হয়ে গেলো যে, এর রাস্তাঘাট, অলিগলি, পূর্ব-পশ্চিম চোখ বন্ধ করেই বলে দিতে পারি।
কিবোর্ডের ব্যাকস্পেসে জীবনের কত কথা মুছে যায়! কত কথা মনের গহীনে চাপা পড়ে রয়!


এতটা বছর পর কেন জানি মনে হয়, আজও এই শহরে আমার কেউ নেই!
মানুষগুলো আর শহরটা ঠিক সেই আগের মতই অচেনা! এই শহরে আমার কেউ ছিলো না; কেউ না!