একদিন
সমুদ্রের কাছে
চোখের নোনাজল দিতে গিয়ে
বলেছিলাম- নেবে একটু কি!
সমুদ্র বলেছিল-  দরকার নেই তার!


একদিন
বুকের ভার সইতে না পেরে
পাহাড়ের কাছে গিয়ে বলেছিলাম- নেবে একটু কি!
পাহাড় বলেছিল- সইতে পারবে না ভার!


একদিন
অরণ্যের কাছে গিয়ে বলেছিলাম-
শুনবে কি একটু ঝরে পড়ার শব্দ!
অরণ্য বলেছিল- শুনতে পাও ঝরাপাতার হাহাকার!


একদিন চিৎকার করে
আকাশ কে বলেছিলাম- নেবে কি একটু শূন্যতা!
এই প্রশ্নের উত্তরে- আকাশ ছিলো নির্বিকার!