চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে;
সন্ধ্যার আলিঙ্গনে ফুরিয়ে যায় দিন!
রাতের কাছে ধরা দেয় নীরব মুহুর্ত!
বিমূর্ত কবি, ভাবনার গভীরে হারিয়ে যায়;
শত বছর পূর্বে!
কোকিল ডাকা কোন এক বসন্তের বিকেলে
বাউল গান শুনিয়ে হারিয়ে গিয়েছিল!
ফিরে আসে নি আর কখনো সেই মেঠো পথে।
বর্ষার সন্ধ্যায় কাক ভেজা পথিক
কাদা মাটির পথ ধরে ফিরে যায় গ্রামে।
বাড়ির পাশে কদম ফুলের গন্ধে মাতোয়ারা নববধূ।
ভালবাসার প্রতিক্ষায় কেটে যায় দিন রাত।
মেঠো পথের বাঁকে বাউলের গান শোনার অপেক্ষায়
বসে থাকে কেউ কেউ।
ফিরে আসে ভালবাসা,
ফিরে আসে প্রেম!
বর্ষা রাত, কদম ফুলের গুচ্ছ হাতে
ঘরে ফেরে নববধূর ভালবাসা!