নিঃসঙ্গতার বেলাভূমিতে দাঁড়িয়ে;
সঙ্গী মাথার উপরে এক ফালি চাঁদ!
অভিমানে খুব বেশী জ্যোৎস্নার আলো বিলিয়ে দেয়!
অচেনা নক্ষত্র খসে পরে টুপ করে!
ধুমকেতুর পথ ধরে হেটে চলি!
সাত ঋষি তাকিয়ে রয় জমিনের দিকে!
বুকের জমিন থেকে জন্ম নেয় প্রেম বৃক্ষ!
ধীরে ধীরে পাতাগুলো হলুদাভ হয়ে যায়!
বৃষ্টি নামে অঝোরে!
জ্যোৎস্নার আলো ও বৃষ্টি এক হয়ে মিশে যায়!
বাতাসে ভেসে যায় নিঃসঙ্গতার সুর!
মেঘের আড়ালে হারিয়ে যায় চাঁদ!