শুক্লপক্ষের অষ্টমী চাঁদ;
আলো'র মশাল জ্বালায়!
তখন তোমার হৃদয়;
কৃষ্ণপক্ষের ক্ষীণ আলো ছড়ায়!
হৃদয় দরজা খুলে
যখন আমি বারান্দায়;
তখন তুমি অসীম শূন্যতায়!
মন'টা আমার
মেঘের ভেলায়;
শূন্যে ছোটে
তোমার নেশায়!
মহাশূন্যে তারা'র মিছিলে
মেঘ আর চাঁদ লুকোচুরি খেলে!
ছোট্ট একটা
শান্ত নদীর জলে;
ডিঙি একটা
নৌকা ভেসে চলে।
মন যে আমার
কি যে কথা বলে;
বুঝতে তুমি
এমন তোমার হলে!