চোখ ফেটে যে ঝর্ণার সৃষ্টি হয়
অবিশ্বাসের নদীতে তা হারিয়ে যায়।
বুক ফেটে যে রক্ত গঙ্গা বয়ে চলে কল্পনার সাগরে; সেখানে রক্তের চেয়ে সন্দেহের নোনাজল বেশি!
একদিন সমস্ত সাগর লাল হয়ে যাবে!
ধীরে ধীরে চোখের ঝর্ণা
বুকের রক্ত গঙ্গা শুকিয়ে যাবে!
সেদিন আমায় কোথায় পাবে!