আমাকে যতবারই তোমাকে বুঝতে বলেছি!
ততবারই তুমি কুয়াশায় অস্পষ্ট দেখেছো।
অথচ আমি স্বচ্ছ কাচের মত তোমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি-ভালবাসি।
তুমি একবারও সে কথা শুনতে চাওনি!
বুঝতে চাওনি এই আমাকে!
আমার ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছি।
প্রবেশ করে তন্নতন্ন করে আমার সমস্ত ইন্দ্রিয় স্পর্শ করেও চিনে নিতে পারোনি।
সে ব্যর্থতা আমার নাকি তোমার!
তোমাকে তন্নতন্ন করে তো আমি চিনেছি।
অথচ আমাকে চিনতে না পারার ব্যর্থতায়;
তুমি বিষে নীল হয়ে গেছো।
জানতেও পারো না;
তুমি আমার সমস্ত ইন্দ্রিয় জুড়ে আছো!