চোখ জুড়ে নেমে আসে ঘুম;
লুকোচুরি খেলা করে স্বপ্ন!
সাদা কালো লাল নীল;
বেগুনি অথবা হলুদ স্বপ্ন!
বুকের ভিতরে বাসা বাধে দুঃস্বপ্ন;
উঁকি মারে চেপে থাকা কষ্ট!
হতাশার বেড়াজালে
লুটোপুটি করে লাল স্বপ্ন!
আকাশের নীলে হারায় একরাশ নীল স্বপ্ন!
চোখ জুড়ে নেমে আসে ঘুম;
হলুদ পাখির ডানায় ভর করে
চোখে এসে বসে সাদাকালো স্বপ্ন!
ঘুমের ভিতরে জেগে থাকে চোখ!
চোখের ভেতরে ডানা ঝাপটায় হলুদ পাখি!
বুকের ভিতরে জেগে থাকে
সাদাকালো লাল নীল;
বেগুনি অথবা হলুদ স্বপ্ন!