যে নদী সাগরে হারায়
সেও ফিরে আসে একদিন।
পাহাড়ের বুক চিড়ে যে ঝর্ণা নদী হয়ে যায়;
কি যে এক অজানা সুখে;
সে আর ফিরে না পাহাড়ের বুকে।
তোমার বুকের মাঝখানে একটা ঝর্ণার সৃষ্টি হয়ে ছিলো!
নদী হয়ে সে আমার বুকের সাগরে মিশতে চেয়েছিল।
অথচ সে এসে মিশে গেলো চোখের সাগরে।
ধীরে ধীরে একদিন সে নদী শুকিয়ে গেলো
অবহেলা আর অনাদরে।
চোখের মরুভূমির বুকে আস্ত সাগরটা
হারিয়ে গেলো অজানায়।
আজ এই বুকের সাগরের প্রেম
আর চোখের সাগরের জল শুকিয়ে যায়।
তুমি কভু ফিরে আসো না;
সেও ফিরে আসে একদিন
যে নদী সাগরে হারায়!