প্রিয়তমা
দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে যাচ্ছে রাত!
নিঃশব্দে ঝরে পড়ে শুকনো পাতা।
যেন এই রাতে ঝরে পড়াও অপরাধ!


অপরাজিতার নীল সুখ বড্ড বিষাদ!
ভীষণ দীর্ঘ রাত, ভোর হয়না তার।
নাগরিক-নরকে, যেন মৃত্যু অপবাদ!
সহস্র আলোকবর্ষ সম এ দীর্ঘ রাত!


প্রিয়তমা
ভয় পেয়ো না, কাছে এসো, হাতে রাখো হাত।
আলো আসবেই; এ দীর্ঘ রাতে দূরে থাকাই অপরাধ!