হাটতে হাটতে রোদ এসে ফিরে যায়।
জানালার পাশে ঝুলে থাকা লতাটা
লজ্জায় নুয়ে পড়ে।
ধুসর বিকেলের কাল্পনিক প্রেমগুলো
স্মৃতির মানসপটে জেগে উঠে!
হাড়িয়ে যাওয়া নদীর স্রোত;
ভরা বর্ষায় ফিরে আসে!
যে প্রেম চলে যায়;
সে তো আর ফেরে না!
বর্ষার সন্ধ্যায় ঝুম ঝুম বৃষ্টির পতিত ফোটার সাথে; নিকোটিনও উড়ে যায় বাতাসে।
মেঘ আসে বলে;
হাটতে হাটতে রোদ এসে ফিরে যায়।
অভিমান নাকি ভালবাসায়!