মোহ ভয়ংকর!
কে বলেছিল? এই অদ্ভুত কথা!
মোহ সুন্দর!
হৃদয়ের এক কোনে; চিনচিনে ব্যথা!


বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনে;
একশো একটা নীল পদ্ম!
নাহ, দেয়া হয়নি তোমায়;
কখনো বলা হয়নি- ভালবাসি!


অথচ তুমি নাকি
এমন ভালবাসো আমায়;
যে হৃদয়ে এত প্রেম; টেরও পাও না!
সে হৃদয়ের কত কাছে আসি!


আমি তো
আর দশজন যুবকের মত
চিৎকার করে, বিশ্ব সংসার তন্নতন্ন করে।
নীল পদ্ম, লাল গোলাপ, হাতে নিয়ে;
তোমার সামনে গিয়ে-
চোখে চোখ রেখে বলিনি- ভালবাসি!


আমি হৃদয় দিয়ে;
হৃদয় কে বলেছি- ভালবাসি!
তোমার হৃদয় সে কথা শোনেনি?


খুব খেয়ালি মনে, প্রচণ্ড উদাসীনতায়
কখনো কখনো আনমনে অবহেলায়;
তবুও যতটা ভালবেসেছি তোমায়!


একদিন ঠিক খুঁজে পাবে তা;
ভীষণ একাকী নির্জনতায়!


কি এক অদ্ভুত মোহ
নাকি ভালবাসা!
কি এক অদ্ভুত প্রেম;
দূরে নাকি কাছে আসা!