১.
নিঃসঙ্গতার চোরাবালিতে
ডুবন্ত প্রেম;
আমি নাকি ছবি নই
শুধুই ফ্রেম!


বেদনার বালুচরে
নীল নীল ফুল ফোটে!
মাঝে মাঝে বিষ পাই;
তোমার ঠোঁটে!


মধুমাখা ও ঠোঁটে
কিভাবে মাখালে বিষ!
আমি তো খুঁজে ফিরি
সে কথা অহর্নিশ!


২.
বিরহের গাছ
মাথা চারা দিয়ে উঠে;
যে লাল গোলাপ সাজানো ছিল
এ হৃদয় পটে!


সে লাল গোলাপ
নিয়েছো তুমি সেই;
এ মস্তিষ্কের খোলা মাঠে
তুমিহীনা কেউ নেই!


৩.
তোমাকে ভালবেসে যদি
সৃষ্টি না হয় প্রেমের নদী;
সে পাপ বয়ে বেড়াবো নিরবধি!


তোমাকে ভালবেসে যদি
না করি ভুল;
মৃত্যু দিয়ে ফোটাবো তবে
প্রেমের নীল ফুল!