আকাশের পথ ধরে হেটে চলা
মহাকাশের যাত্রী;
মহাশুণ্যের দিকে এগিয়ে চলে।
ছুটে চলা ধুমকেতুর পিছু নেয় সে।
নক্ষত্রদের মিছিলে তপ্ত শ্লোগানে;
পথ ভুলে হারিয়ে যায় নক্ষত্রের মাঝে।
শত শত বছর পেরিয়ে
আবার ফিরে আসে পৃথিবীর দিকে।
তখন পৃথিবী ভয়ানক ছিল;
ফিরে যেতে চেয়েও পারে না ফিরতে।
সাগরের জলে ভেসে উঠে নীল তিমি
আবার জলে ডুব দেয়।
পাহাড়ের চুড়ায় বসে ধ্যানমগ্ন ঋষি;
হঠাৎ চোখ মেলে তাকিয়ে দেখে আকাশ!
তখনো তারাদের মিছিল চলছিল;
নক্ষত্রের মিছিলে শ্লোগান উঠে, ফিরে আসবার।
পৃথিবী তখন নিশ্চুপ ছিল।