কাল পুরুষদের উঠান ভরা আমাদের গল্প।
তুমিময় অন্ধকার রাত ফিরে আসে!
এ রাতের সাক্ষী আকাশের নক্ষত্র!
থেমে থেমে ডেকে উঠে ঘুমিয়ে থাকা পাখিরা।
নিস্তব্ধ রাতের কাছে ঝি ঝি পোকার গান;
রাতের নীরবতা ভেঙে দেয়!
জোনাকির আলোয় ভরে উঠে সামনের জঙ্গল।
এ রাত ফিরে ফিরে আসে।
ফিরে আসে রাত জেগে থাকার গল্প।
তীর ধনুক হাতে কাল পুরুষ আকাশ পাহারা দেয়।
আমি পাহারা দেই তুমিময় এই অন্ধকারের পৃথিবী।
রাত ক্ষয়ে যায়, ক্ষয়ে যায় নক্ষত্রের চিহ্ন!
ক্ষয়ে যায় স্মৃতিরা, মেঠো পথে ক্ষয়ে যায় পদচিহ্ন!