স্রোত থেমে যায় কখনো কখনো!
স্রোতের বিপরীতে কেউ চলতে ভালবাসে।
ভোরের আকাশ সূর্যের আলোয়
যতটা ঝলমলে হয়ে উঠে;
সন্ধ্যায় তা ম্লান হয়ে যায়।
ভোরের পাখির গান আর
সন্ধ্যায় ঘরে ফেরা পাখির গান এক নয়!
এক নয় সব জীবনের মানে!
এক জীবন দিয়ে অন্য জীবনকে
মেপে দেখা যায় না।
জীবনে ভোর এলে
সন্ধ্যা নামবে সেখানে ধ্রুবসত্য।
সময় বহমান নদীর মত
কেউ বিশ্বাস করে; কেউ করে না!
কত আবেগ নিভে যায়
জীবনের বেগে, কেউ জানে না!
জীবন স্রোতের ধাক্কায় হারিয়ে যায় সব।
তবু আশা নিরাশার দোলাচলে
জীবন বয়ে চলে সময়কে সঙ্গী করে
শেষ তেপান্তরের পথে!