ভরা যৌবনা চাঁদ
শুকিয়ে যাওয়া নদ
ডিঙি নৌকার নিথর দেহ
একা রাত পারি দেয়া পথিক।
জ্যোৎস্না জলে ভেসে যাওয়া মেঘ
ভাসিয়ে নিয়ে যায় উড়ু মন।
ফেরারী মন তাকিয়ে দেখে;
উঁকি দেয় মেঘের ফাকে
ছলনাময়ী যৌবনা চাঁদ!
পাতানো প্রেমের ফাঁদ
জ্যোৎস্নার আলোয়
মাতাল ফেরারী প্রেমিক!