"উফ কি গরম বাপরে বাপ", বলছে সকল লোকরা,
       গরমেতে কাহিল হলো বুড়ো থেকে ছোকরা।
      অল্প শ্রমেই হাঁপিয়ে ওঠা মন লাগেনা কর্মে,
      নামী দামী পোশাক যত সিক্ত গলদ-ঘর্মে।
      খেয়ে পরেও নেই বুঝি সুখ এমনি কাল গ্রীষ্ম,
      পিচ গলা ওই পথের উপর মরীচিকার দৃশ্য।
       নীরবতায় মগ্ন দুপুর পথ-প্রান্তর শূন্য,
        গ্রীষ্ম-রথীর হাতে হত বৃষ্টি-অভিমন্যু?
        শ্যাম বনানী তরুলতা করছে বুঝি ক্রন্দন,
        দহন জ্বালায় স্তব্ধ হলো জীব জগতের স্পন্দন।
  
     বৃষ্টি এসো ভরসা নিয়ে জুড়াও জ্বালা পৃথ্বীর,
     প্রকৃতি আজ চাতক সম জলাভাবে অস্থির ।
     মেঘগুলো সব উঠুক ডেকে গগন পারে গমগম
     রক্ষা করো সৃষ্টি ধারা, বৃষ্টি ঝরুক ঝমঝম ,
     গ্রীষ্মরাজের  কন্যা তুমি  বন্যা আনো স্বস্তির,
     এসো এসো বৃষ্টি তুমি জুড়াও জ্বালা পৃথ্বীর।।